ইংলিশ প্রিমিয়ার লিগের আজকের খেলায় ম্যানচেস্টার সিটির কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়েছে এভারটন। সোমবার (২১ আগস্ট) রাতে ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলা ১-১ গোলে ড্র হয়েছে। শুরু থেকেই আক্রমণ পাল্টা-আক্রমণে জমে উঠে খেলা। কোন দলই কাউকে ছাড় দিতে রাজি নয়। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমে এগিয়ে যায় এভারটন। ৩৫তম মিনিটে দলকে এগিয়ে দেন রুনি। ডি-বক্সে ডান দিকে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে এক ঝটকায় ফেলে দিয়ে বাঁয়ে পাস দেন তরুণ খেলোয়াড় ম্যাসন। আর তাতে তারকা স্ট্রাইকারের সোজাজুজি শট গোলরক্ষকের গায়ে লেগে ভিতরে ঢুকে যায়। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ২০০ গোল করলেন রুনি। ইংলিশ ফুটবলের সেরা এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৬০টি গোল করেছেন সাবেক তারকা অ্যালান শিয়েরার। বিরতির খানিক আগে ধাক্কা খায় স্বাগতিকেরা। দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার কাইল ওয়াকার। ৮২তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার স্টার্লিংয়ের নৈপুণ্যেই সমতায় ফেরে গতবার তৃতীয় হওয়া দলটি। ডান দিক থেকে দানিলোর ক্রস হেড করে ফিরিয়েছিলেন ম্যাসন। কিন্তু বল এসে পড়ে স্টার্লিয়ের পায়ে, জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি। খেলার ৮৮তম মিনিটে ফরাসি মিডফিল্ডার মর্গান দ্বিতীয় হলুদ কার্ড দেখলে এভারটনও ১০ জনের দলে পরিণত হয়। সবশেষে দুদল আর কোন গোলের দেখা না পেলে সমতায় থেকেই মাঠ ছাড়তে বাধ্য হয়। এমএ/ ০৭:০৭/ ২২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vTsXVn
August 22, 2017 at 01:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top