ঢাকা, ০৪ আগষ্ট- জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। টেলিভিশন নাটকের পাশাপাশি নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। বর্তমানে ঈদুল আজহার নাটক, টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার পর্দায় দেখা যাবে সাবার জীবনের তিনটি প্রেম কাহিনি। তবে ব্যক্তিগত প্রেম কাহিনি নয়, নাটকের গল্পে এমন চরিত্র রূপায়ন করেছেন তিনি। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নাটকটির নির্মাতা শ্রাবণী ফেরদৌস। সৈয়দ মনজুরুল ইসলামের ছোটগল্প প্রেম অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, একটি মেয়ের জীবনের তিনটি প্রেম কাহিনি নিয়ে গড়ে উঠেছে নাটকটির গল্প। যে প্রেম মেয়েটির ভিন্ন ভিন্ন বয়সে আসে। এসব প্রেমের কী পরিণতি, জীবন নিয়ে মেয়েটির কী ভাবনা সে বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের প্রধান এই মেয়ে চরিত্রটি করছেন সোহানা সাবা। তিনটি প্রেমের গল্পে সোহানা সাবার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন, নাঈম, তৌসিফ, আশিক। নাটকটি নিয়ে আশাবাদী শ্রাবণী। সাবা, নাঈম, তৌসিফসহ সবাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজটি করার চেষ্টা করেছেন বলেও জানান এই নির্মাতা। সম্প্রতি নগরীর উত্তরা, পূর্বাচল, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহায় এনটিভিতে নাটকটি প্রচারিত হবে। টেলিভিশন নাটক আর ঢাকাই চলচ্চিত্রের মধ্যে সীমাবদ্ধ নেই সাবা। পাড়ি জমিয়েছেন ওপার বাংলাতেও। অভিনয়ের জন্য বাংলাদেশের দর্শকদের কাছে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি কলকাতার দর্শকদেরও পেয়েছেন ভালোবাসা। সাবা অভিনীত চলচ্চিত্রগুলো হলো- খেলাঘর, চন্দ্রগ্রহণ, প্রিয়তমেষু, বৃহন্নলা ও ষড়রিপু। আর/১০:১৪/০৪ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hvH922
August 05, 2017 at 05:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top