মুম্বাই, ১৭ আগস্ট- বলিউডে ছবি করেছেন সবে মাত্র একটা। কিন্তু তাঁর গ্ল্যামার আর ডান্সিং স্কিল মন কেড়েছে দর্শকদের। বিশেষ করে তাঁর মিষ্টি হাসির জাদুতে মাতোয়ারা ফ্যানেরা। বুধবারই দেশের অন্যতম বড় ফ্যাশন উইকে অংশ গ্রহণ করেছিলেন দিশা পটানি। বিখ্যাত ডিজাইনারের ফ্যাশন শোতে শো স্টপার হয়েছিলেন নায়িকা। আর সেখানেই ফের তাঁর লাস্যে র্যাম্প মাতিয়ে তুলেছিলেন দিশা। ডিজাইনার রীতু কুমারের তৈরি একটি সাদা ফ্লোরাল প্রিন্টের গাউন পরেছিলেন দিশা। র্যাম্পে দিশাকে অত্যন্ত মোহময়ী দেখাচ্ছিল। কারও মতে, একেবারে রাজকুমারীর মতো দেখাচ্ছিল দিশাকে। অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রামে সেই ছবিগুলি শেয়ার করেছেন। অভিজ্ঞ ডিজাইনার রীতু কুমারকেও ধন্যবাদ জানিয়েছেন দিশা। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাকটিভ দিশা। মাঝে মাঝেই নাচের ভিডিও আপলোড করে তাক লাগিয়ে দেন ধোনির বায়োপিকের নায়িকা। খুব শীঘ্রই দিশাকে দেখা যাবে তাঁর বয়ফ্রেন্ড টাইগার শ্রফের বিপরীতে বাগি টু ছবিতে। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছর। এমএ/ ০৯:৫৫/ ১৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x7FqCE
August 18, 2017 at 03:56AM
17 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top