আইন কমিশনের চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন

সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার দাতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ শাখার উদোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় জেলা আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বিএনপির যুগ্ন মহাসচিব সাবেক এমপি হারুনুর রশীদ, অ্যাডভোকেট আব্দুল ওদুদ, অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা সাবেক বিচারপতি ও বর্তমান আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খাইরুল হককে প্রত্যাহার, নিম্ন আদালতের বিচারকদের চাকরীর বিধিমালা গেজেট প্রকাশের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, সুপ্রীকোর্ট প্রদত্ত ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2wjvCbJ

August 17, 2017 at 09:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top