চট্টগ্রাম, ০৮ আগষ্ট- চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান আকরাম খান, নাফিস ইকবাল খান ও তামিম ইকবাল খান। বাংলাদেশ ক্রিকেটের অবিসংবাদিত নাম আকরাম খান। তারই ভাতিজা বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা নাফিস ইকবাল ও তামিম ইকবাল। বাবা প্রয়াত ইকবাল খান স্বপ্ন দেখতেন ছেলেদের নিয়ে। ক্রিকেটটা পারিবারিকভাবেই পেয়েছেন দুই ভাই। বাংলাদেশ দলের জার্সি গায়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন চাচা ভাতিজা তিনজনই। বন্দর নগরী চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় তাদের বাড়ী। চট্টগ্রামের খুবই বিখ্যাত এ খান পারিবার। আর বিখ্যাত হওয়ার কারণ দুইটি। এক খেলাধুলা, দুই খাওয়া দাওয়া। এমনটাই বললেন খোদ তামিম ইকবাল। দেশের জনপ্রিয় একটি অনলাইন গণম্যাধমকে দেওয়া সাক্ষাত কারে তিনি এ তথ্য দেন। তথ্যটি যদিও আগে থেকেই সবার জানা। তামিমের ডায়েট করা নিয়ে এক প্রশ্নের জবাবে ড্যাশিং ওপেরার বলেন, ডায়েট হয়ত আমাদের সবাই করে। তবে আমার ব্যাপারটা কি, আমি রিচ ফুড খেতে বেশি পছন্দ করি। পারিবারিক কারণেই এটা হয়েছে। নতুন করে বলার কিছু নেই। আমাদের পরিবার চট্টগ্রামে দুটি কারণেই বিখ্যাত, খেলাধুলা আর খাওয়া। পারিবারিক ঐতিহ্যে বড় অংশ জুড়ে আছে খাওয়া-দাওয়া। ওই পরিবারের ছেলে হয়ে খাওয়া কন্ট্রোল করা মানে অনেক বড় ত্যাগ আমার জন্য। আর/১০:১৪/০৮ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vgmzrg
August 09, 2017 at 05:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top