ঢাকা, ০৮ আগষ্ট- চিত্রনায়ক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও মুশফিকুর রহমান গুলজারের ছবি সিনেমা হলে না চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সাধারণ সভায় এ ঘোষণা দেয়। মূলত চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদকে গেল ২৩ জুন হামলার বিচার না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়। চলচ্চিত্র প্রদর্শক সমিতি আয়োজিত সাধারণ সভায় জানানো হয়, হল মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদের ওপর হামলার বিচার না হওয়ায় চিত্রনায়ক জায়েদ খান, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও মুশফিকুর রহমান গুলজারের কোনো ছবি বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শিত হবে না। ইফতেখার আহমেদ নওশাদ বলেন, যদি এই হামলার বিচার না হয় তাহলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সারাদেশে সিনেমা হল বন্ধ করে দেয়া হবে। সিনেমা হলে কোনো প্রকার চলচ্চিত্র প্রদর্শিত হবে না। তিনি বলেন, আমাকে হামলায় উস্কানি দেয়ার জন্য গুলজার, জায়েদকে আমাদের সমিতির পক্ষ থেকে বয়কট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর খোকন আমাকে নিজেই হামলা করে যেটার ভিডিও ফুটেজ আছে। সভায় উপস্থিত ছিলেন ইফতেখার আহমেদ নওশাদ, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ও নাদের চৌধুরী। আর/১০:১৪/০৮ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vKb9fJ
August 09, 2017 at 05:12AM
08 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top