বিশ্বনাথে প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট

750x4001503994218_6987মো. আবুল কাশেম :: জনবল সংকটে ধুঁকছে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। অফিসে কর্মকর্তা ও কর্মচারীসহ ১৩টি পদ থাকলেও দীর্ঘদিন ধরে ৮টি পদই শূন্য রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এ দপ্তরের কাজে দেখা দিয়েছে স্থবিরতা। কোনো রকমে চলছে দাপ্তরিক কার্যক্রম।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ওই অফিসে উপজেলা ১জন শিক্ষা অফিসার, ৭জন সহকারী শিক্ষা অফিসার ও ৫জন অফিস স্টাফসহ মোট ১৩টি পদ রয়েছে। পদগুলোর মধ্যে ৫জন সহকারী শিক্ষা অফিসার ও ৩জন অফিস স্টাফের পদ শূন্য রয়েছে।

মঙ্গলবার সরেজমিন শিক্ষা অফিসে গেলে দেখা যায়, দুজন কর্মকর্তা নিয়ে জমে থাকা নানা কাজ দু’হাতে সামাল দিচ্ছেন শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ। টেবিলে গাদা গাদা ফাইলের স্তুপ। এই কাজের ফাঁকে কথা বলছেন উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে নানা কাজে আসা শিক্ষকদের সাথেও।

জনবল সংকট নিয়ে কথা বললে শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ জানান, নিজ চোখেই তো দেখছেন, কি হিমশীম খাচ্ছি। সবকাজ প্রায় একাই সামাল দিতে হয়। হোক সেটা মাঠ পর্যায়ের অথবা অফিসের। ১৩টি পদের মধ্যে ৮টি পদই শূন্য থাকায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনসহ যাবতীয় দাপ্তরিক কাজে সময় সংকুলান কষ্টসাধ্য হয়ে পড়ে। তবুও চালিয়ে নিতে হচ্ছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2wOVeyk

August 29, 2017 at 03:22PM
29 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top