সুরমা টাইমস ডেস্ক:: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সচেতন থাকতে সব ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘সব ধর্মের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা। কাজেই কেউ যাতে ধর্মের অপব্যাখা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জাতীয় অগ্রগতির স্বার্থে বিদ্যমান ভ্রাতৃপ্রতীম বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করতে হবে।আবদুল হামিদ বলেন, ধর্মীয় বিশ্বাস প্রত্যেকের একক বিষয়, কিন্তু সবাইকে দেশের উন্নয়নের বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেই বাঙালি জাতি।আবদুল হামিদ বিশেষভাবে উল্লেখ করেন, ধর্ম যার-যার, দেশ সবার কিন্তু যেকোনো দেশ ও জাতির উন্নয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় করে দেশ ও জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে সম্মিলিত প্রয়াস চালানোর জন্যও তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এবং বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wJNbzC
August 15, 2017 at 12:47AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন