উন্নত চিকিৎসার জন্য ছাত্রলীগ কর্মী শাহিনকে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের সোবহানীঘাট এলকায় ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় গুরুতর আহত সিলেট মদন মোহন কলেজের ছাত্র শাহীন আহমদকে (১৮) ঢাকায় প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। তিনি জানান সোমবার বিকেলে সাড়ে তিনটায় অ্যাম্বুলেন্সে করে শাহীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন শাহীনের দুই হাত ও দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে।

উল্লেখ্য, সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় জালালাবাদ কলেজের সামনে দুই ছাত্রলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। ছাত্রলীগ নেতাদের দাবী হামলাকারীরা শিবিরের ক্যাডার অন্যদিকে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানিয়েছেন,কলেজে বেশ কিছু দিন ধরে ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধ ছিলো। ঘটনাটি ওই দুই গ্রুপের বিরোধের জের ধরে হতে পারে। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vd0da8

August 07, 2017 at 09:24PM
07 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top