নবীগঞ্জ,বাহুবল বাসীর জন্য আনন্দের খবর নিয়ে এলেন এমপি কেয়া চৌধুরী

নিজস্ব প্রতিনিধি: এমপি কেয়া চৌধুরী জেলার নবীগঞ্জ-বাহুবলবাসীর জন্য আনন্দের খবর নিয়ে এসেছেন। আনন্দের খবরটি হলো এ দুই উপজেলার বিভিন্ন স্থানে ১৪টি পাকা সড়ক নির্মাণ হবে।

এ ব্যাপারে এমপি কেয়া চৌধুরী বলেন- “আমার প্রস্তাবের ভিত্তিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপহার হিসেবে ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থায়নে (আইডিপি) এর প্রকল্পের আওতায় ‘নবীগঞ্জ বানুদেব কালাভরপুর সড়ক-৩০১৮, নবীগঞ্জ বাউসা রুদ্রগ্রাম-চাঁনপুর সড়ক-৫০৩৩, নবীগঞ্জ বড়গাঁও দক্ষিণ টিলা ইমাম চা-বাগান সড়ক-৫০৬০, নবীগঞ্জ কায়স্থগ্রাম-দেবপাড়া বাজার সড়ক-৪০৩৫, নবীগঞ্জ দেবপাড়া মসজিদ হইতে পাগুয়াখাল সড়ক-৫০৪৫, নবীগঞ্জ রুস্তমপুর ধর্মনগর সড়ক-৪০৩১। এছাড়াও নবীগঞ্জ সালামপুর নবীগঞ্জ ইনাতগঞ্জ সড়ক-৪০০৩, নবীগঞ্জ রমজানপুর প্রজাতপুর সড়ক-৫১৫৭, নবীগঞ্জ কামারগাঁও হোসেনপুর দৌলতপুর সড়ক-৪০২৮, বাহুবল স্নানঘাট হইতে রইজগঞ্জ বাজার সড়ক-৩০০১, বাহুবল খাগাউড়ার আলগাহাটি নোয়াহাটি সড়ক-৫০৫১, বাহুবল উপজেলা রাজাপুর বাজার সড়ক-৩০১০, বাহুবল লস্করপুর রেলওয়ে মিরপুর একডালা সড়ক-৪০৬৩, বাহুবল বিশ্বরোড হাফিজপুর দ্বিমুড়া ধুলিয়াখাল ৪০৩৪নং সড়কগুলো পাকা করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর।”

এই প্রকল্পের পরিচালক মোস্তফা হাসান জানান, সিলেটের অন্যান্য উপজেলার মতো, দ্রুততার সহিত নবীগঞ্জ-বাহুবলের উল্লেখিত সড়কগুলোর কার্যসম্পাদনের জন্য তারা জেলা এবং উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার প্রকৌশলী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ফেসবুকে ১৪টি পাকা সড়ক নির্মাণের খবর ছড়িয়ে পড়ায় দুই উপজেলার তৃণমূল লোকজনের মাঝে আনন্দ উল্লাস শুরু হয়েছে। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি কেয়া চৌধুরীর প্রতি তৃণমূল লোকজন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vFReyM

August 07, 2017 at 09:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top