শিলিগুড়ি, ১১ আগস্টঃ রাতভর প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা জলে ভাসছে। জল জমেছে শক্তিগড়, অশোকনগর, মিলনপল্লি, কলেজপাড়া, হাকিমপাড়ার অনেক এলাকায়। দীনবন্ধু মঞ্চের পাশের গলিতে জল জমায় এদিন স্কুলে যেতে সমস্যায় পড়ে স্কুলের ছাত্ররা এবং শিলিগুড়ি মহকুমা আদালতে নানা কাজে যাওয়া লোকজন। শক্তিগড় অশোকনগরের মতো জলমগ্ন এলাকার বেশকিছু বাড়িতেও জল ঢুকেছে। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছরই বর্ষার সময় এই অবস্থা হয়। নিকাশিনালা পরিষ্কার করা থেকে শুরু করে মাস্টার প্ল্যান করার ব্যাপারে অনেক কথা বলা হয়। কিন্তু একবছর পর দেখা যায় অবস্থা আগেরমতোই রয়ে গিয়েছে।
ছবিঃ জলমগ্ন শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের অশোকনগর এলাকা। — রাহুল মজুমদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vUMENe
August 11, 2017 at 11:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন