লন্ডন, ১১ আগস্টঃ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দর সিং কাং। কোয়ালিফাইং রাউন্ডে গ্রু বি থেকে তৃতীয়বারের চেষ্টায় ৮৪.২২ মিটার জ্যাভলিন ছোড়েন তিনি. প্রথম দুবারে অবশ্য দেবেন্দর কোয়ালিফাইং মার্ক ৮৩ মিটার পার করতে পারেননি। প্রথমবার ৮২.২২ এবং দ্বিতীয়বার ৮২.১৪ মিটার পার করেন তিনি। তৃতীয়বারে অবশ্য তিনি সফল। কাঁধের চোট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আসায় দেবেন্দরের পারফরম্যান্স নিয়ে কিছুটা চিন্তা ছিল। কিন্তু হতাশ করেননি পাঞ্জাবের ২৬ বছরের তরুণ। আগামীকাল, শনিবার ফাইনালে আরও ১৯ জনের সঙ্গে অংশ নেবেন তিনি।
দেবেন্দরের সঙ্গেই অংশ নেওয়া নামী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া অবশ্য কোয়ালিফাইং রাুন্ডের বাধাই টপকাতে পারেননি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vUN9rc
August 11, 2017 at 11:03AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন