ফালুর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সুরমা টাইমস ডেস্ক : প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।তিন কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যাওয়ায় দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম মামলাটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, সাবেক এমপি মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মিসেস মাহবুবা সুলতানা যে সম্পদবিবরণী জমা দিয়েছেন তাতে ৯ কোটি ৫৭ লাখ ৮১ হাজার ৮০৬ টাকার সম্পদ রয়েছে। কিন্তু দুদকের অনুসন্ধানে তিন কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। যার কোনো বৈধ উৎস বা কাগজপত্র দেখাতে পারেননি।এর আগে সম্প্রতি মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে মামলা করেছিল দুদক।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vIMmtc

August 10, 2017 at 10:16PM
10 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top