ঢাকা, ১১ আগষ্ট- চরম দুর্দশায় দেশের ফুটবল। তাই সাফল্য পাচ্ছে না জাতীয় দলও। কিছুদিন আগে ভুটানের মতো দলের কাছে হেরে দেশকে লজ্জ্বায় ডুবিয়েছিল বাংলাদেশ দল। এই ব্যর্থতার কারণে র্যাংকিংয়েও অনেক অবনতি হয়েছিল তাদের। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ র্যাংকিং ১৯০-এর ঘরে আটকে আছে। এবার এক ধাপ এগিয়েছে লাল-সবুজের দল। ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে ১৯০তম স্থান থেকে ১৮৯তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অবশ্য দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ভারত, তারা ৯৭তম। এরপর মালদ্বীপ রয়েছে ১৪২, আফগানিস্তান ১৫৬, ভুটান ১৬৫, নেপাল ১৬৯, শ্রীলঙ্কা ১৯৭ ও পাকিস্তান রয়েছে ২০০তম স্থানে। এদিকে দীর্ঘদিন পর আবার শীর্ষস্থান ফিরেছে ব্রাজিল। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি তাই দ্বিতীয় স্থানে নেমে গেছে। তিন নম্বরে আছে মেসির আর্জেন্টিনা। চার ও পাঁচ নম্বরে রয়েছে সুইজারল্যান্ড ও পোলান্ড। দুই ধাপ নিচে নেমে ছয়ে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর অবনমন হওয়া ফ্রান্সের। একধাপ পিছিয়ে দশে রয়েছে তারা। বেলজিয়াম উঠে এসেছে নয় নম্বরে। আর/১২:১৪/১১ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hOJx3P
August 11, 2017 at 06:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top