ঢাকা, ২১ আগস্ট- বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তী নায়ক আব্দুর রাজ্জাকের জন্ম কলকাতার টালিগঞ্জে। ঢাকায় এসেছিলেন তিনি শরণার্থী হয়ে। সেটা ১৯৬৪ সালের দিকে। এরপর গেল অর্ধশতাব্দি কাল ব্যাপী তিনি বাংলা ছবির প্রবাদপুরুষ হয়ে ওঠেন। ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় এসে ওঠেন রাজ্জাক। প্রথমদিকে টেলিভিশনে ঘরোয়া নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর নানা প্রতিকূলতা পেরিয়ে আব্দুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান। সালাউদ্দিন প্রোডাকশন্সের তেরো নাম্বার ফেকু ওস্তাগড় লেন চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক। পরবর্তীতে কার বউ, ডাক বাবু, আখেরী স্টেশন-সহ আরও বেশ কটি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয়ও করেন। পরে বেহুলা চলচ্চিত্রে নায়ক হিসেবে ঢালিউডে উপস্থিত হন সদর্পে। নায়করাজ প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র। রাজ্জাক কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় স্বরসতী পূজার মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন নায়ক চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়করাজের অভিনয়ে হাতে খড়ি। ভক্তরা তাকে চেনেন নায়করাজ রাজ্জাক নামে, আব্দুর রাজ্জাক তার পোশাকি নাম। গত ২০১৫ সালে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি। বলতে গেলে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন। গেল বছর তার পঁচাত্তর তম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ আয়োজন, সংবর্ধনা অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে যোগ দেবার এক ফাঁকে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, আমার প্রেম আমার ভালবাসা আমার সবকিছু অভিনয়, চলচ্চিত্র। এছাড়া আমি আর কিছু জানি না, পারি না। আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন, অনেক কিছু করতে পারতাম। করিনি। সেদিন বিবিসি বাংলাকে আরো বলেছিলেন, স্বপ্ন ছিল আজীবন কাজ করতে করতে মারা যাব। মরেই গেছিলাম প্রায়। আবার ফিরে এসেছি, আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। যেন কাজ করতে করতে মরে যেতে পারি, এই দোয়া আমি সবার কাছে চাই। বিবিসিকে নায়করাজ তার অতীত জীবনের কথা বলতে গিয়ে আবেগ প্রবণ হন। বলেন, আমি আমার জীবনের অতীত ভুলি না। আমি এই শহরে রিফিউজি হয়ে এসেছি। স্ট্রাগল করেছি। না খেয়ে থেকেছি। যার জন্য পয়সার প্রতি আমার লোভ কোনোদিন আসেনি। ওটা আসেনি বলেই আজকে আমি এতদূর শান্তিতে এসেছি। এমএ/ ০৮:৩০/ ২১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wwYdKA
August 22, 2017 at 02:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top