সুরমা টাইমস ডেস্ক:; রাজন তুফানের মতো তুফান কর্মী আমাদের দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৮৮তম জন্মদিন উপলক্ষে এক ছাত্রী সমাবেশে তিনি একথা বলেন।
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিশ্বজিতের হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত রাজনের মতো কর্মী ছাত্রলীগের দরকার নেই। তুফানের মতো তুফান কর্মী আমাদের প্রয়োজন নেই।
তিনি বলেন, ছাত্রলীগে নিজেদের খুশি করার প্রবণতা রয়েছে। ছাত্রলীগের নেতাদের বক্তৃতায় বৈচিত্র্য আনতে হবে। ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে কাজ করছি। কিন্তু যারা সংগঠনের সুনাম ক্ষুণ্ন করবে, দলে তাদের ঠাঁই নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের পরিচালনায় এতে বক্তব্য দেন শহীদ কন্যা ডা. নুজহাত চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vf8mL2
August 08, 2017 at 07:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন