কুমারপাড়া ঝর্ণারপাড়ে শিশু উদ্যান কর্মচারীর ঝুলন্ত লাশ, স্ত্রীর মামলা

সুরামাটাইমস ডেস্ক :: সিলেট নগরীর কুমারপাড়া ঝর্ণারপাড় এলাকায় বাসার শয়ন কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে ঝর্ণা ৯৩/এ নম্বর বাসায় নিহতের স্ত্রী ঝুলন্ত লাশ দেখতে পান। ওই যুবক রাজন মিয়া (৩০) ওসমানী শিশু উদ্যানে চাকুরি করতেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রাণী বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা (নং২০/১৭) দায়ের করেছেন। নিহত যুবকের ১০ মাস বয়সী একটি মেয়ে রয়েছে।তবে কি কারণে এই ‘আত্মহত্যার’ ঘটনা ঘটেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কোতোয়ালি থানা পুলিশের এস আই আকবর হোসেন রবিবার ভোরে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন- নিহতের স্ত্রী একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবো।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2udBbEQ

August 06, 2017 at 06:12PM
06 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top