মুম্বাই, ০৬ আগস্ট- লিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার এখন আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। আজ ৬ আগস্ট রোববার সকালে মুম্বাইর লীলাবতী হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, দিলীপ কুমারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা কমেছে। ক্রিয়েটিনিনের লেভেলও আগের দিনের তুলনায় কম। তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ব্যবস্থায় রাখা হয়নি এবং তার চেতনা আছে। অবস্থার উন্নতি হওয়ায় আপাতত তার কিডনির ডায়ালাইসিস করা হচ্ছে না। তবে তাকে হাসপাতাল থেকে এখনই ছাড়ছেন না চিকিৎসকরা। আরও কয়েকদিন তাকে পর্যবেক্ষণ করবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। দিলীপ কুমারের চিকিৎসার দিকটি দেখছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নিতিন গোখালে ও কিডনি বিশেষজ্ঞ ডা. অরুণ শাহ। সংবাদ মাধ্যমকে আজ ডা. অরুণ শাহ বলেন, আমরা তাকে আরও কিছুদিন আইসিইউতে রাখব। তার বয়সের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি। হাসপাতালে দিলীপ কুমারের সার্বক্ষণিক সঙ্গী হিসেবে পাশে আছেন স্ত্রী সায়রা বানু। গত বুধবার ২ আগস্ট কিডনি ও পানি শূন্যতার সমস্যা নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন দিলীপ কুমার। তারপর থেকে তার অবস্থা স্থিতিশীল থাকলেও গতকাল হঠাৎ করেই তার ক্রিয়েটিনিনের লেভেল বেড়ে যায়। ফলে চিকিৎসকরা জানান, তার ডায়ালাইসিস প্রয়োজন হতে পারে। এমএ/ ০৬:১২/ ০৬ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hyn1vY
August 07, 2017 at 12:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top