পাকিস্তানের সরকারি ওয়েবসাইট হ্যাক, বেজে উঠল জনগনমন…

ইসলমাবাদ ও নয়াদিল্লি, ৩ আগস্টঃ অল্প সময়ের জন্য হ্যাক হয়ে গেল পাকিস্তানের একটি সরকারি ওয়েবসাইট। সেখানে ভারতের জাতীয় সঙ্গীত পোস্ট করে ভারতের স্বাধীনতা দিবসের জন্য আগাম শুভেচ্ছাবার্তা জানালো অজ্ঞাতপরিচয় হ্যাকাররা।
Pakistan.gov.pk নামে এই ওয়েবসাইটটি ভারতীয় সময় বিকেল ৩টে নাগাদ হ্যাক করা হয়। এর কিছুক্ষণ পরেই অবশ্য ওয়েবসাইটটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।
ওয়েব পেজটিতে বার্তা ছিল, ‘Ne0-h4ck3r হ্যাক করেছে’। ছিল ত্রিবর্ণরঞ্জিত অশোক চক্রের একটি ছবি এবং ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের জন্য আগাম শুভেচ্ছা।
এরপর ওয়েবসাইটিতে পোস্ট করা একটি বার্তায় লেখা হয়, ‘মনে স্বাধীনতা, কথায় বিশ্বাস, হৃদয়ে গর্ব। যে মহান ব্যক্তিরা এটা সম্ভব করেছেন, তাঁদের কুর্ণিশ জানাই।’ এই বার্তার পরেই বেজে ওঠে জন গন মন…।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vwp4XK

August 03, 2017 at 08:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top