ঢাকা, ২৩ আগষ্ট- রাজ্জাক ভাইয়ের মেয়ের চরিত্রে আমি কাজ করেছি। তার কিছুদিন পর ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে আরেকটি ছবিতে কাজ করেছিলাম। অনেক লজ্জা পেয়েছিলাম কাজটি করতে। তখন পরিচালক জহির রায়হান বললেন, আরে বোকা, এটা তো অভিনয়। যখন যে গল্পে যেমন চরিত্রে কাজ করবে, সে রকমই করতে হবে। অভিনয় করতে গিয়ে রাজ্জাক ভাই আমাকে এমন আপন করে নিলেন, আমরা কাজের মধ্যে হারিয়ে গেলাম। শেষ বিদায়ের সময় রাজ্জাকের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এনটিভি অনলাইনকে এসব কথা বলেন বাংলাদেশের চলচ্চিত্রের প্রখ্যাত নায়িকা ববিতা। রাজ্জাকের সঙ্গে পারিবারিক সম্পর্ক নিয়ে ববিতা বলেন, আমাদের পারিবারিক সম্পর্কটা অনেক ভালো ছিল। আবার একই পরিচালকের সঙ্গে বেশি কাজ করাতে আরো গভীর হয় সম্পর্কটা, আমি প্রথম সম্মানীর টাকা পাই রাজ্জাক ভাইয়ের সঙ্গে একটি ছবিতে কাজ করে, ১২ হাজার টাকা। এরপর আরো কিছু টাকা নিয়ে আমি গাড়ি কিনতে যাই। সেই গাড়ি দিয়ে আমার অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাই। সেখানে রাজ্জাক ভাই, জহির রায়হান, সুচন্দা আপাও ছিলেন। এফডিসিতে রাজ্জাকের লাশ দেখে আবেগ ধরে রাখতে পারেননি ববিতা। পরে নিজেকে সামলে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাজ্জাক ভাই আমাকে অনেক পছন্দ করতেন। উনার সঙ্গে যেমন আমার জুটি বেঁধে অভিনয় করার সুযোগ হয়েছে, তেমনি উনার প্রযোজনা প্রতিষ্ঠানের অনেক ছবিতেই আমি কাজ করেছি। এমনকি উনার পরিচালনার প্রথম ছবি অনন্ত প্রেম ছবিতেও আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। ছবিতে আমি তাঁর বিপরীতে অভিনয় করেছি। দেখেছি, একজন মানুষ কত কষ্ট করতে পারেন সুন্দর একটি শটের জন্য। একটি দৃশ্যে ধারণ করার জন্য আমরা একসঙ্গে পাহাড় পাড়ি দিয়েছি। বর্তমানে চলচ্চিত্রের সংকট নিয়ে ববিতা বলেন, চলচ্চিত্রের যেকোনো প্রয়োজনে রাজ্জাক ভাইকে আমরা কাছে পেয়েছি। কোনো সমস্যার সমাধান না হলে আমরা রাজ্জাক ভাইকে শেষ জায়গা মনে করেছি। তিনি কোনো বিষয়ে কথা বললে আমরা সবাই তা মাথা পেতে নিয়েছি। আজ সেই জায়গা আমরা হারিয়েছি। জানি না, সেই শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে কি না। শুধু একজন অভিনেতা নয়, আমরা আজ থেকে অভিভাবক হারিয়েছি। জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৮ সালে। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। পরে ১৯৬৯ সালে জহির রায়হান পরিচালিত শেষ পর্যন্ত ছবিতে রাজ্জাকের বিপরীতে প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন ববিতা। গতকাল সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নায়করাজ রাজ্জাক। আজ বেলা ১১টার দিকে তাঁর মরদেহ এফডিসিতে আনা হলে সেখানে শিল্পী ও কলাকুশলীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। আর/১২:১৪/২৩ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wvYCOv
August 23, 2017 at 06:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন