ঢাকা, ২২ আগস্ট- বাংলা চলচ্চিত্রের অভিভাবক ছিলেন কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। তার মৃত্যুতে শোক গোটা দেশে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে শোক জানাচ্ছেন ভিনদেশি মানুষও। আর এবার এই চিত্রনায়কের জন্য শোক প্রকাশ করে নিজের ভেরিফাইডে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেণ কলকাতার প্রভাবশালী অভিনেতা চিত্রনায়ক প্রসেনজিৎ। যিনি নায়করাজকে বাবার মতো ছিলেন দাবী করে জানান, তিনি আমার কাছে বাবার মতো ছিলেন এবং থাকবেনও। তার সঙ্গে অসংখ্য ছবিতে কাজ করেছি। তার এই অকাল মৃত্যুতে শুধু বাংলা চলচ্চিত্রই নয়, আমার হৃদয়েও সৃষ্টি হয়েছে বিশাল শূন্যতার। তার মৃত্যুতে গভীর শোক জানাই। শান্তিতে থাকুন রাজ্জাক সাহেব। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। তার মৃত্যুর সংবাদ শুনে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে এফডিসিতে তিন দিনের শোক ঘোষণা করেছে চলচ্চিত্র পরিবার। এমএ/ ১১:৫৫/ ২২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wBFaPx
August 23, 2017 at 05:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top