সিলেটে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস

নিজস্ব প্রতিবেদক::

সিলেটে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
আদিবাসী দিবস উপলক্ষে বুধবার (৯ আগস্ট) সকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক র‍্যালী বের হয়।
সচেতন নাগরিক সমাজ (সনাক), সমাজকর্ম বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো), সিলেটের ব্যানারে আয়োজিত র‍্যালীতে অংশ নেন শিক্ষার্থী, সমাজকর্মী ও বিভিন্ন আদিবাসী সংগঠনের সদস্যরা।
উক্ত র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের ডি ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন আদিবাসী সংগঠন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সেমিনার হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সমাজকর্ম বিভাগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সনাক’ সভাপতি এডভোকেট ইরফানুজ্জামান. একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, সমাজকর্ম বিভাগের ডিন প্রফেসর ড. মো আব্দুল গনি প্রমুখ।
বক্তারা আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবী জানান। আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন স্থানে নির্যাতন বন্ধের দাবি জানান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2upDSr0

August 09, 2017 at 10:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top