হোমনা প্রতিনিধি ● হোমনায় দুই ব্যক্তিকে এক বছর করে জেল ও এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারদন্ডাদেশ দিয়ে মঙ্গলবার জেলে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালাত।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বালুদস্যুদের বিরুদ্ধে লটিয়া গ্রামঘেঁষা মেঘনা নদীতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হোমনা ইউএনও কাজী শহিদুল ইসলাম আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ কারাদন্ডাদেশ দেন।
দন্ডিতরা হলো- ভোলা জেলা সদরের চরডাইয়া গ্রামের আ. বারেক বয়াতির ছেলে মো. সুমন (২৫) ও নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কদমীরচর গ্রামের মো. জামাল মিয়ার ছেলে মাহাবুব হাসান (১৮)।
অভিযানকালে একটি বালুর বোট ও একটি লোডিং ড্রেজার জব্দ করা হয়। পৌরসভার লটিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ইতোপূর্বে বালুদস্যুদের বিরুদ্ধে পুলিশের অভিযান চললেও বন্ধ হয়নি দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলন।
গত ১৬ আগস্ট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পৌর মেয়র ‘বালুদ্যুদের হাত থেকে লটিয়াবাসীকে বাঁচান’- মর্মে প্রশাসনের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
The post হোমনায় বালুদস্যুতায় ২ জনের জেল ও ২ লাখ টাকা জরিমানা appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2wB1V6b
August 22, 2017 at 08:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন