ঢাকা, ০৬ আগস্ট- বাংলাদেশের ক্রিকেটারদের তারকা খ্যাতি আকাশচুম্বী। তবুও এই তারকা ক্রিকেটারদের নিয়ে সমালোচনা কম হয় না। কোনো কিছু বাছবিচার না করেই তাদের বিরুদ্ধে মন্তব্য করা যেন নিত্য-নৈমিত্তিক ব্যাপার। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি জলজ্যান্ত উদাহরণ। সম্প্রতি সাকিব আল হাসানের একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ফেসবুকে ছড়িয়ে পরা সাকিবের ছবিটি বেশ কিছুদিন আগের। ছবিতে দেখা গেছে পরিবারের সবাইকে নিয়ে এক টেবিলে বসে খাচ্ছেন। সাকিবের কোলে আলাইনা। আর পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আনসেন্সরড বিডি নামক একটি পেজ থেকে এই ছবি প্রকাশ করা হয়। এই ছবি নিয়েই শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। ছবিতে সাকিবের পেছনে দাঁড়ানো মেয়েটিকে কাজের মেয়ে ভেবে নিয়ে ছবিটি বিভিন্ন পেজ বা গ্রুপে শেয়ার দিয়ে সমালোচনা করে বলছে, সাকিব বেয়াদ্দব, নিজেরাই খায় কাজের মেয়ের প্রতি কোনো খোঁজ নেই, সাকিব কাজের মেয়ের সম্মান দেয় না, খালি প্লেয়ার হতে পারছে, ধনী লোকের ভাবসাব, মানুষ না...! কেউ কেউ বলছেন পাশের একটা সিট তো খালিই ছিল, তাও বসতে দিল না কেন? তবে সাকিবের ভক্ত-সমর্থকরা এর প্রতিবাদ জানাচ্ছে সবখানেই। সাকিব-ভক্তদের দাবি, শুধুমাত্র একটা ছবি দিয়েই বিশ্বসেরা অলরাউন্ডারকে বিচার করার মানে হয় না। লাইকের আশায় এমন ছবি শেয়ার করছে। এমন তো হতেই পারে যে, মেয়েটা আগে খেয়ে ফেলছে! আর সাকিবের কোলে যেহেতু একটা ছোট বাচ্চা আছে সেহেতু বাচ্চা যদি চিল্লাচিল্লি, কান্নাকাটি অথবা কোনো সমস্যা হয় মেয়েটাকেই তো বিষয়টা দেখতে হবে, সেজন্যই হয়তোবা দাঁড়িয়ে আছে! পাশাপাশি আরেকটি ছবিতে দেখা যায়, সেই মেয়েটি বসে আছেন সাকিব পত্নী শিশিরের পাশে। আরও একটি ছবিতে দেখা যায় শিশিরের পাশে বসে খাবার খাচ্ছেন সেই মেয়েটি। এই ছবি দুটি প্রকাশ পাওয়ার পর অনেকেই তাদের অবস্থান থেকে সরে এসেছেন। সেই সঙ্গে সাকিবের ভক্তরা দাবি করছেন, সাকিব ঠিকই ওই মেয়েকে সম্মান করেছেন। এছাড়াও তাদের দাবি, সাকিবকে অপছন্দ করা মানুষেরা ইচ্ছে করেই অপপ্রচার চালাচ্ছে। এর আগেও জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও তার স্ত্রী, সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির, দ্য ফিনিশার খ্যাত নাসির হোসেন তার বোনের সঙ্গে ছবি পোস্ট করে হেনস্থার শিকার হয়েছিলেন। বাজে মন্তব্য থেকে বাদ যায়নি ওয়ানডে অধিনায়ক মাশরাফি ও তার পরিবারও। এমএ/ ০৬:৩৩/ ০৬ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hzX7I8
August 07, 2017 at 12:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন