মোশারফ করিম শুধু অভিনেতা নন, নাটকও লেখেন মাঝে মধ্যে। এর আগে ‘হ্যালো’ নামের একটি নাটক রচনা করে তারই প্রমাণ দিয়েছিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা। এবার আসন্ন ঈদ উপলক্ষে একই ভূমিকা এলেন তিনি। তাও আবার সাতপর্বের ধারাবাহিক, নাম ‘সারপ্রাইজ’।
মোশাররফ করিমের সঙ্গে নাটকটি যৌথভাবে রচনা করেছেন নির্মাতা সাজিন আহমেদ বাবু। পরিচালনাও করেছেন বাবু। নাটকটির বেশির ভাগ দৃশ্যের শুটিং হচ্ছে মালয়েশিয়াতে। কয়েকটি সিক্যুয়েন্স হবে দেশে।
এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন স্ত্রী জুঁই করিম। আরো আছেন নেহা, সাজ্জাদ রেজা, পারশা প্রমুখ। ঈদুল আজহায় প্রচার হবে।
শুটিং শেষ করে ৬ আগস্ট মালয়েশিয়া থেকে ফিরবেন মোশাররফ করিম। এসেই শাহজাদা মামুনের আরেকটি ধারাবাহিকের শুটিংয়ে ধামরাইতে যাবেন।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2vpGW69
August 05, 2017 at 12:36AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.