ধূপগুড়ি, ১ সেপ্টেম্বরঃ শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল ধূপগুড়ি হাসপাতালে। গতকাল গভীর রাতের এই ঘটনায় হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয়রা। অভিযোগ, চিকিত্সার গাফিলতির জেরেই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় আজ ধূপগুড়ি থানায় তিন চিকিত্সকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পাশাপাশি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়। এদিন মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
মৃতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর আলতাগ্রাম এলাকার এগারো বছরের এক কন্যা শিশুকে হাসপাতালে জ্বর নিয়ে ভরতি করা হয়। সকাল থেকেই চিকিৎসকের নজরদারিতে শিশুটি ভালোই ছিল। কিন্তু রাতে হঠাৎই শ্বাস কষ্টজনিত সমস্যা দেখা দেয়। এরপরই কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখে একটি ইঞ্জেকশন দেবার পরামর্শ দেয়। অভিযোগ, ওই ইঞ্জেকশন দেবার কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।
এদিকে শিশু মৃত্যুর ঘটনায় রোগীর আত্মীয়রা হাসপাতালের বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ স্বাস্থ্য দপ্তর।
ছবিঃ থানার সামনে হাজির মৃতের পরিবার।-সংবাদচিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wWGT2R
September 01, 2017 at 02:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন