ঢাকা, ০১ সেপ্টেম্বর- সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এ জয়ের নেপথ্যে তরুণ টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের অবদানও কম নয়। এর আগে ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেটকে বোল্ড করে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খোলেন মিরাজ। অভিষেকের পর থেকে ইতিমধ্যেই তুলে নিয়েছেন ৪০ উইকেট, তাও আবার মাত্র ৮ টেস্টে! বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রথম ৮ ম্যাচে এতো ভালো বোলিংয়ের রেকর্ড নেই। মিরাজের সামনে এখন দ্রুততম ৫০ উইকেটের হাতছানি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পিটার হ্যান্ডসকম্বের উইকেট নিয়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ৫০ উইকেটের রেকর্ডবুকে নাম তোলেন তাইজুল ইসলাম। ১৪তম ম্যাচে তাইজুল ইসলাম এ মাইলফলক ছুঁয়েছেন। তবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট নেয়ার রেকর্ড মোহাম্মদ রফিকের। ১০০ উইকেট নিয়ে অবসরে যাওয়া মোহাম্মদ রফিক ৫০ উইকেট পেয়েছেন ১৩ টেস্টে। সাকিব আল হাসান এ ক্লাবে প্রবেশ করেন ১৫তম টেস্টে। দুই পেসার মাশরাফী বিন মুর্তজা ও শাহাদাত হোসেনের লেগেছিল বেশি সময়। ডানহাতি এ দুই পেসারই ২১তম টেস্টে ৫০ উইকেটের স্বাদ পান। মেহেদী হাসান মিরাজের পকেটে ৮ টেস্টে ৪০ উইকেট। দ্রুততম ৫০ উইকেট পেতে হলে মিরজাকে ৪ টেস্টে নিতে হবে মাত্র ১০ উইকেট। ধুমকেতু হয়ে বাংলাদেশ ক্রিকেটে আসা ১৯ বছর বয়সি এ ক্রিকেটারের জন্য কাজটা খুব মামুলি। চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এ রেকর্ড গড়তে পারলে মিরাজের আরও বেশি উৎফুল্ল হবেন তা বলার অপেক্ষা রাখে না। কারণ ৮০তম টেস্ট ক্যাপটি মিরাজ পেয়েছিলেন চট্টগ্রামের মাটিতেই। আর/১৩:১৪/০১ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eK8ObE
September 01, 2017 at 08:17PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন