ঢাকা, ৩০ সেপ্টেম্বর- নভেম্বর থেকে শুরু হচ্ছে চলচ্চিত্র প্রতীক্ষা ও প্রতিশোধ। দুটো ছবিতেই অভিনয় করছেন নবাগত নায়িকা সানাই। ছবি দুটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। গল্প লিখেছেন ছটকু আহমেদ। ছবিতে সানাইয়ের বিপরীতে অভিনয় করবেন নায়ক সাইমন সাদিক। গত বৃহস্পতিবার বিএফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত হয়। নবাগত নায়িকা সানাই এনটিভি অনলাইনকে বলেন,আমার অনেক ভালো লাগছে এমন দুটি গল্পে কাজ করতে পেরে। ছবির গল্পের জন্য নিজেকে তৈরি করছি। আশা করি, সবার ভালো লাগবে গল্পটি। সবাই দোয়া করবেন আমি যেন সুন্দর অভিনয় দিয়ে সবার মন জয় করতে পারি। চলচ্চিত্রের প্রস্তুতি নিয়ে সানাই বলেন,আমি দুই বছর ধরেই নিজেকে চলচ্চিত্রের জন্য তৈরি করছি। ফাইট, ড্যান্স, অভিনয়ের ওপর তালিম নিচ্ছি। আমাদের দেশের জনপ্রিয় শিল্পীদের ছবিগুলো দেখছি। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এই ছবিতে। পরিচালক মানিক বলেন, আমরা আগামী নভেম্বর মাস থেকে প্রতীক্ষা ছবির শুটিং শুরু করব। তার পর পরই প্রতিশোধ ছবির শুটিং শুরু হবে। আমাদের টানা দুটি ছবির শুটিং করার চিন্তা রয়েছে। গানের শুটিং দিয়ে কাজ শুরু করব। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থা্নে ছবির শুটিং করব আমরা। দুটো ছবির নায়িকা হিসেবে কাজ করবেন সানাই। আশা করি, সবার ভালো লাগবে। গল্প নিয়ে ছটকু আহমেদ বলেন,একেবারেই ভিন্ন ধরনের একটা গল্প পাবে দর্শক। অনেকটা নারী নির্ভর গল্প। তবে আমাদের দেশে ছেলেরা নিজের ওপর গল্প চায়, এ ছাড়া অভিনয় করতে চায় না। যে কারণে গল্পটা কিছুটা বদল করতে হচ্ছে। গাজী মাহাবুব পরিচালিত ভালোবাসা টোয়েন্টি ফোর সেভেন ছবি দিয়ে যাত্রা শুরু করেন সানাই। তবে বছরের শুরুতেই ছবির শুটিং শুরু হয়। নায়করাজ রাজ্জাককে নিয়ে কথা কাটাকাটি হওয়ায় পরিচালক সমিতি গাজী মাহাবুবের সদস্য পদ স্থগিত রাখায় তিনি ছবির কাজ বন্ধ রাখেন। এআর/২২:১৮/৩০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x5baYW
October 01, 2017 at 04:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top