নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের বড়চর এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯শে সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার পান্না আক্তার (২৫) ও আলাউদ্দিন (৩৫)। তারা উভয়েই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

সিলেট ওসমান মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় আহতরা হলেন- খায়রুন নেছা (৩৫), শিশু নিলয় (৫), আলিছা বেগম (৩৪), নিলা আক্তার (৩২), পান্না বেগম (২৮), রুমেলা বেগম (২৬), আলহাদী বেগম (৩২), আহাদ (১৯)।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার জানান- হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেলে রোগী রেখে হবিগঞ্জে ফিরছিলেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান- শুক্রবার রাত ৮টায় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস সামনে থাকা অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাহুবল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধধীন অবস্থায় মধ্যরাতে তাদের মৃত্যু হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2x57LcF

September 30, 2017 at 10:09PM
30 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top