পিছিয়ে গেল মারাদোনার কলকাতা সফর

কলকাতা, ৩০ সেপ্টেম্বরঃ ফের পিছিয়ে গেল দিয়েগো মারাদোনার কলকাতা সফর। আগামী সোমবার কলকাতায় আসার কথা থাকলেও শেষমেশ তা আর হচ্ছে না। তাই ‘দাদা বনাম দিয়েগো’ ম্যাচ হবে কিনা সে ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না।

এর আগে ম্যাচ হওয়ার কথা ছিল ২ অক্টোবর। সেই তারিখ পিছিয়ে করা হয় ৫ অক্টোবর। একবার শোনা যায় ম্যাচটি হতে চলেছে টাটানগরে। তবে এই তারিখ নিয়েও প্রথম থেকেই অস্বস্তিতে ছিলেন উদোক্তারা। কারণ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৪ অক্টোবর দুবাই ফিরে যাওয়ার কথা ছিল মারাদোনার। সেটাই হল শেষমেশ।

২০০৮ সালে কলকাতায় এসেছিলেন ফুটবলের রাজপুত্র। সেবার তাঁকে দেখতে কলকাতা বিমানবন্দরে লোক উপচে পড়েছিল। এবারে সফরের দিন ঠিক হয়েছিল সেপ্টেম্বরের ১৯-এ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2x4f7Su

September 30, 2017 at 10:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top