লাহোর, ১১ সেপ্টেম্বর- ইতোমধ্যে বিশ্ব একাদশের সঙ্গে পাকিস্তান পৌঁছেছেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন দেশসেরা এই ড্যাশিং হিরো। পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজে বিশ্ব একাদশের জার্সিতে মাঠে নামবেন তামিম। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রশ্ন উঠেছে বিশ্ব একাদশের হয়ে খেলে তামিম ইকবাল এই তিন ম্যাচের জন্য কত টাকা পাবেন। জানা যায়, প্রায় ৮০ লাখ টাকার মতো পাবেন তিনি! বিশ্ব একাদশের নেতৃত্বে থাকবেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এদিকে দেশের মাটিতে বিশ্ব একাদশের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের। বিশ্ব একাদশ স্কোয়াড : হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসিস, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল ও স্যামুয়েল বদ্রি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w0UA0z
September 11, 2017 at 10:18PM
11 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top