যুক্তরাষ্ট্র ওপেনে চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেন্স

নিউ ইয়র্ক, ১১ সেপ্টেম্বরঃ ক্যারিয়ার প্রথম মেগা ফাইনালে চ্যাম্পিয়ন হলেন স্লোয়ানে স্টিফেন্স। তিনি ৬-৩, ৬-০ সেটে হারালেন তারই দেশের সতীর্থ ম্যাডিসন কিসকে।  কিসকে ১ ঘণ্টা ৫৬ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন ইউএস ওপেনের এই নতুন রানি। টেনিস সার্কিটে আলোচনা হচ্ছে তাঁর বিধ্বংসী খেলা নিয়ে। মোটা অংকের চেক পেয়ে তিনি আনন্দে জড়িয়ে ধরলেন সতীর্থ খেলোয়াড় কিসকে। কারণ গত দশ বছরে তিনি সব মিলিয়ে জিতেছিলেন ৪.৫ মিলিয়ন ডলার। এই ফাইনালটা জিতেই তিনি পেলেন ৩.৭ মিলিয়ন ডলার সুতরাং তাঁর বিস্মিত হওয়াটা আশ্চর্য নয়।

ম্যাচ জেতার পর স্টিফেন্স বলেন, ‘ইচ্ছে করছে এখনই অবসর নিয়ে ফেলি। ক্যারিয়ারে এমন একটা দিন আসবে আশাই করতে পারিনি। এটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। ম্যাডিসন আমার খুব ভালো বন্ধু। তাই চেয়েছিলাম ফাইনাল ম্যাচটা ড্র হোক।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wUIrcA

September 11, 2017 at 04:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top