দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১২টায় জেলার দোয়ারা বাজার উপজেলার দোয়ালীয়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- স্থানীয় ব্যবসায়ী শেরুজ্জামান পারভেজ (৪২) ও এবাদুর রহমান (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী শেরুজ্জামান তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে দোয়ালিয়া বাজার এলাকায় পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে মাসুক মিয়ার লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই খবর শেরুজ্জামানের লোকজন জানতে পেরে ঘোশেপুর এলাকায় মাসুক মিয়ার লোকজনের উপর হামলা চালায়। এ সময় মাসুককে না পেয়ে তার চাচাতো ভাই এবাদুর রহমানকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন থাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তারগন তাকে মৃত ঘোষণা করেন। দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wxs0PN

September 16, 2017 at 10:06PM
16 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top