দুই শিক্ষকের বিবাদের জেরে রণক্ষেত্র রায়গঞ্জের স্কুল

রায়গঞ্জ, ১৬ সেপ্টেম্বরঃ দুই শিক্ষকের বিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নিল রায়গঞ্জের হাতিয়া হাইস্কুল। স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এমন অভিযোগ তুলে গ্রামের বাসিন্দারা ওই দুই শিক্ষককেক ব্যাপক মারধর ও ভাঙচুর চালায়। আক্রান্ত সংবাদ মাধ্যমও। এই ঘটনায় আটক করা হয়েছে ৬ জনকে।

রায়গঞ্জ হাতিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহার সঙ্গে বিবাদ সহকারি শিক্ষক অমিত রায়ের। দীর্ঘদিন ধরেই স্কুলে আসছেননা অমিতবাবু। ছুটি না নিয়েই ছুটি কাটাচ্ছেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই অমিতবাবুকে শোকজ করেন প্রধান শিক্ষক। এনিয়ে দুই বিপরীতপন্থী শিক্ষক সংগঠনের নেতার মধ্যে বিবাদ চরমে ওঠে। অভিযোগ, আজ অমিতবাবু তার স্ত্রীকে সঙ্গে এনে স্কুলের প্রধান শিক্ষককে মারধর করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শয়ে শয়ে গ্রামবাসী স্কুলে ঢুকে তান্ডব শুরু করেন। স্কুলে ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের সামনেই টিচার্স কমন রুমে ঢুকে অমিত রায় ও প্রধানশিক্ষককে ব্যাপক মারধর করেন গ্রামবাসীরা। ঘটনার ছবি ক্যামেরাবন্দী করতে গেলে আক্রান্ত হয় সংবাদমাধ্যমও।

ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে বহিরাগতদের স্কুলচত্বর থেকে সরিয়ে দেয়। আতঙ্কিত ছাত্র-ছাত্রীদের নিরাপদে স্কুল থেকে বের করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশে রায়গঞ্জ কর্নজোড়া থেকে রিজার্ভ ফোর্স সহ পুলিশ আধিকারিকেরা হাতিয়া স্কুল এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে অমিতবাবুর দাবি, প্রধানশিক্ষক হাজিরা খাতা লুকিয়ে রেখে তাকে অনুপস্থিত দেখিয়ে শোকজ করেছেন। অন্যদিকে প্রধানশিক্ষক অনিরুদ্ধ সিনহার দাবি, অমিত রায় ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত ২৯১ দিন ছুটি না নিয়ে স্কুলে অনুপস্থিত ছিলেন। তাই নিয়ম অনুযায়ী পরিচালন কমিটির পরামর্শে শোকজ করা হয়েছে তাঁকে। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আমজাদ হোসেন জানান, ‘যে শিক্ষককে শোকজ করা হয়েছে তাঁর বিরুদ্ধে এর আগেও অনুপস্থিতির অভিযোগ ছিল, তাঁকে শোকজ করা হয়েছিল। আজ প্রধানশিক্ষকের সঙ্গে যে ঘটনা হয়েছে তা নিন্দনীয়।’   এই ঘটনার পর স্কুলে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্কুল ও সংলগ্ন এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2f2zqnO

September 16, 2017 at 10:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top