ফিলাডেলফিয়া, ০৭ সেপ্টেম্বর- আমেরিকার প্রথম রাজধানী শহর ফিলাডেলফিয়াতে অবস্থানরত বাংলাদেশী আমেরিকান আসিফ বিন খোরশান সাফল্যের সাথে অত্র শহরে স্বনামধন্য মাস্টারম্যান হাই স্কুল থেকে অসামান্য কৃতিত্বের সাথে স্কুল গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং স্থানীয় ড্রেকসেল ইউনিভার্সিটিতে ফুল (৭৭ হাজার ডলারের) স্কলারশিপ নিয়ে ভর্তি হন। ছোটবেলা থেকেই মেধাবী আসিফ বেশ কয়েকবার তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ স্থানীয় টিভি ও পত্রিকার শিরোনামও হয়েছেন। ফিলাডেলফিয়াতে বসবাসরত বাংলা নিউজের সম্পাদক শেখ খোরশান ও ইসরাত খোরশানের কনিষ্ঠ পুত্র আমেরিকায় জন্মগ্রহণকারী আসিফের পৈত্রিক নিবাস চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার দক্ষিন দৌলতপুর গ্রাম। তার সাফল্যের পেছনে মা-বাবা ও শিক্ষকদের বিশেষ ভূমিকা রয়েছে। আসিফ ভবিষ্যতে ডাক্তার হতে চায় এবং সকলের বিশেষ দোয়া প্রার্থনা করেন। আর/০৭:১৪/০৭ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2f52qMj
September 07, 2017 at 01:47PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন