কুয়ালালামপুর, ০৭ সেপ্টেম্বর- মালয়েশিয়ায় বিএনপির ৩৯ তম প্রতিষ্টা বার্ষিকী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারা মুক্তি দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে কুয়ালালামপুর হোটেল ডি পালমার বলরোমে মালয়েশিয়া বিএনপির উদ্যোগে প্রতিষ্টা কার্ষিকীর আলোচনা সভা অনুষ্টিত হয়। মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহর সভাপতিত্বে ও মালয়েশিয়া যুব দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগরের উপস্থাপনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানঘর উওরের সভাপতি এম এ কাইয়ূম। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ূ পরিবর্তন বিষয়ক সম্পাদক প্রফেসর একে এম ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো: মোশাররাফ হোসেন। দলের ৩৯ তম প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, রাজনীতিহীনতার কারণে দেশে এখন চরম ক্রান্তিকাল চলছে। এই সংকট সমাধানে প্রয়োজন দলীয় প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। বক্তারা বলেন, গণতন্ত্র হত্যায় সরকারের যারা এই অপকর্মের সঙ্গে লিপ্ত আছেন, যারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন তাদের দিন ফুরিয়ে এসেছে। আজকে মানুষ জেগে উঠছে এবং মানুষ তাদেরকে পরাজিত করবে। সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে সরকার যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে তাতে বাংলাদেশের অস্তিত্ব আজ দুর্বল হয়ে গিয়েছে। এই সরকারের মন্ত্রীরা ও আওয়ামী লীগের নেতারা বিচার বিভাগের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করছে পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ভাষা ব্যবহার করা হয়নি। বক্তারা আরোও বলেন, এ সরকারের বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়ানোর পালা এসেছে। আজকে আমাদের কোমর সোজা করে দাঁড়াতে হবে। মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য সকল ভয়ভীতি, জেল জুলুমকে উপেক্ষা করে গণতন্ত্রের সংগ্রামে জাতীয়তাবাদীমনা সবাইকে একযোগে কাজ করার আহবান বিএনপির এ নেতারা। আলোচনা সভায় মালয়েশিয়া বিএনপি, যুবদল, সেচ্ছা সেবক দল সহ সকল সহযোগি সংগঠনের ২ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আর/০৭:১৪/০৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gITkVr
September 07, 2017 at 01:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top