দুর্গা বিসর্জন নিয়ে কলকাতা হাইকোর্টের রায় আজ

কলকাতা. ২১ সেপ্টেম্বরঃ  দুর্গাপ্রতিমা বিসর্জন মামলার আজ রায় ঘোষণা  করবে কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি ও বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ বলে, প্রতিমা নিরঞ্জন নিয়ে রাজ্য সরকার কীসের ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করেছে। কোনও ধারণার ভিত্তিতে রাজ্য সরকার কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারে না। সংবিধান এটা অনুমোদন করে না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করতে গিয়ে বলেন, যে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সরকার এই বিজ্ঞপ্তি দিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ক্ষোভপ্রকাশ করে বলেন, নির্দিষ্ট তথ্য ছাড়া এভাবে নিজের ভাবনাচিন্তা সাধারণ মানুষের উপর চাপাতে পারে না সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছেন, এটাই একমাত্র রাজ্য যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোভাবে বজায় রয়েছে। তাহলে কেন মনে হচ্ছে ভাসানের দিন তাজিয়া বেরোলে, পরের দিন মহরম হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে? এই অনুমান করাটা সরকারের অত্যন্ত দুর্ভাগ্যজনক। গত বছরও বিসর্জন নির্দেশিকা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেখানে মুখ পোড়ে সরকারের। এবারেও সেইরকম কিছু হয় কী না, তার দিকে নজর সকলের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wIqPwW

September 21, 2017 at 12:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top