এনজেপি  পৌঁছাল দার্জিলিং মেল ও পদাতিক এক্সপ্রেস

শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ একমাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছাল আপ দার্জিলিং মেল ও আপ পদাতিক এক্সপ্রেস। বুধবার রাতেই এনজেপি থেকে ছেড়েছিল ডাউন পদাতিক এক্সপ্রেস, একইসঙ্গে শিয়ালদহ থেকে ছাড়ে দার্জিলিং মেল ও  পদাতিক এক্সপ্রেস। এদিন এনজেপি-তে নির্ধারিত সময়ের কিছুটা পরে পৌঁছায় দুটি ট্রেন। এর আগে অসম থেকে ছাড়া ট্রেনগুলির জেনারেল কামরায় যাত্রীদের ভিড় থাকলেও এদিন দার্জিলিং মেল ও পদাতিক এক্সপ্রেসে যাত্রীদের সংখ্যা ছিল সেই তুলনায় কম। এনজেপি স্টেশনে নামার পর কয়েকজন যাত্রী বলেন, যখন অঝরেলের সেতুর ওপর দিয়ে ট্রেন যাচ্ছিল, তখন কিছুটা ভয়েই ছিলাম। কিন্ত এনজেপি-তে নামার পর খুশিই হয়েছি। এতদিন ধরে ট্রেন বন্ধ থাকায় খুবই সমস্যা হচ্ছিল। বৃহস্পতিবার রাতে এনজেপি থেকে ছাড়বে ডাউন দার্জিলিং মেল ও আলিপুরদুয়ার জংশন থেকে ফের চলতে শুরু করবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। পুজোর আগে ট্রেনগুলি চালু হওয়ায় স্বভাবতই খুশি এনজেপি স্টেশন ও স্টেশন সংলগ্ন ব্যবসায়ীরা। খুশি গাড়ি ব্যবসায়ীরাও। ২৫ সেপ্টেম্বর থেকে আরও ৯ জোড়া ট্রেন চালু করার কথা জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। যদিও রেলের বিশেষ সূত্রে খবর, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত আরও কয়েকটি ট্রেনকে বাতিল করতে চলেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এরমধ্যে রয়েছে এনজেপি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস, তিস্তা-তোর্ষা এক্সপ্রেস ও উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ মোট ৪৫টি ট্রেন।

এনজেপি স্টেশনে দার্জিলিং মেল থেকে নামছেন যাত্রীরা। ছবিঃ সূত্রধর



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wIk5PL

September 21, 2017 at 11:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top