এটা বার্মার ‘ইনডাইরেক্ট অ্যাটাক’- সিলেটে অর্থমন্ত্রী

সুরমা টাইমস ডেস্ক:: মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলামনদের উপর নির্যাতনকে বাংলাদেশের উপর বার্মার ‘ইনডাইরেক্ট অ্যাটাক’ বলে অভিহিত করেছেন। অর্থমন্ত্রী বলেন-‘ইট ইজ অ্যান অ্যাটাক অন বাংলাদেশ। এটা বার্মার ইনডাইরেক্ট অ্যাটাক অন বাংলাদেশ। এবং এটাকে প্রতিহত করতে হবে। সে লক্ষ্যেই সরকার কাজ করছে।’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন।

মিয়ানমার সরকারের এ আচরণের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, পুরো বিশ্বকেই সেই বিষয়টি চিন্তা-ভাবনা করতে হবে বলেন মুহিত। রোহিঙ্গাদের নিয়ে যে নীতিমালা আছে সরকার সে অনুযায়ী কাজ করছে বলেও জানান তিনি।

অবশ্য এসব তার একান্ত ব্যক্তিগত বক্তব্য বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী।

রোহিঙ্গাদের সহযোগিতার বিষয়ে সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘রোহিঙ্গাদের জন্য যা কিছু করা দরকার, করছি। তাদের আশ্রয়ও দিচ্ছি এবং তাদের জন্য মিয়ানমারে একটা জোন করারও দাবি করছি।’

রোহিঙ্গা ইস্যুতে দেশে অন্যতম রাজনৈতিক দল বিএনপির অবস্থানের ব্যাপারে আবুল মাল আবদুল মুহিত বলেন- ‘অন্য একটি দল (বিএনপি) কিছু করতে চায়, করুক। একটা পার্টি হিসেবে তাদের নিজেদের বিষয়। বিষয়টি সরকার যেভাবে মোকাবেলা করার সেভাবেই করবে।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2eQUr4U

September 12, 2017 at 12:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top