ঢাকা, ১১ সেপ্টেম্বর- কিছু কিছু গান সত্যিই কাল উত্তীর্ণ হয়। সময়ের গহীনে হারিয়ে হারিয়ে যায় না। আমি তোমাকেই বলে দেবো, কী যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে... প্রয়াত কণ্ঠশিল্পী সঞ্জীব চৌধুরীর কণ্ঠে গাওয়া এ গানটি তেমনি কাল-উত্তীর্ণ হয়ে আছে। কিন্তু চলতি মাসের ৪ তারিখে তাপসের ফিচারে গানটির রিমেক আসে ইউটিউবে। হৃদয়স্পর্শী এ গানটির রিমেক শুনে অভিনেত্রী শামীমা তুষ্টি তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে গানটি আপ করে তাপসকে উদ্দেশ্য করে লিখেছেন- উফ প্রিয় তাপস ভাই আপনার কী গানটা গাওয়ার খুব দরকার ছিল, আপনি না গাইলে ভালো হতো গানটা শোনার ইচ্ছাই নষ্ট হয়ে গেল। শামীমা তুষ্টির উক্ত স্ট্যাটাসের নিচে কিছু কমেন্টও আসে। সেখানে আহসান জামিল আনাস নামক একজন লিখেছেন- আপু এই গানটাতো একটু হলেও ভালো হইছে, আরো অনেক গান আছে যে গানগুলোর ইজ্জত উনি মেরে ফেলছেন। উনি মনে করেন উনি খুব ক্ল্যাসিকাল একজন শিল্পী, যা উনি একদমই না। আনাসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা যায়, তিনি নিজেও একজন গায়ক। গানটির মিউজিক ভিডিও: আর/১০:১৪/১২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wVbTNT
September 12, 2017 at 06:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top