নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার ৭৪৩টি পূজামণ্ডপ ঘিরে চলছে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি। নির্মিত হচ্ছে দক্ষ কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় ব্যয়বহুল দৃষ্টিনন্দন দেব-দেবীসহ দুর্গা প্রতিমা। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এ শারদীয় দুর্গোৎসব। এ বড় উৎসবকে সামনে রেখে কুমিল্লা জেলায় হিন্দু ধর্মাবলম্বীসহ সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।
জেলার প্রতিটি পূজামণ্ডপ ঘিরে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।
জানা যায়, এ বছর কুমিল্লা মহানগরসহ জেলার ১৭টি উপজেলায় ৭৪৩টি পূজামণ্ডপ শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এসব পূজামণ্ডপের মধ্যে রয়েছে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৫২টি, জেলার আদর্শ সদর উপজেলায় ২০টি, সদর দক্ষিণে ৩০টি, লালমাই ১১টি, মনোহরগঞ্জে ১৪টি, লাকসামে ৩৩টি, নাঙ্গলকোটে ৮টি, চৌদ্দগ্রামে ২৩টি, বরুড়ায় ৮৫টি, বুড়িচংয়ে ৩৫টি, ব্রাহ্মণপাড়ায় ১৬টি, দেবিদ্বারে ৮৩টি, চান্দিনায় ৬৬টি, মুরাদনগরে ১৫৫টি, দাউদকান্দিতে ৫৩টি, হোমনায় ৪২টি, তিতাসে ১২টি, মেঘনায় ৪টি।
এ জেলায় মুরাদনগর উপজেলার পূজামণ্ডপের সংখ্যা সবচেয়ে বেশি। তবে জেলার এসব পূজামণ্ডপের ২১৯টি ঝুঁকিপূর্ণ ও ২৮১টি অতি ঝুঁকিপূর্ণ বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।
জামণ্ডপগুলো দৃষ্টিনন্দন করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মৃৎশিল্পীরা। বিভিন্ন জেলা হতে আগত মৃৎশিল্পীরা নিখুঁত রঙ-তুলিতে দেব-দেবীকে অপরূপ সাজে সাজিয়ে তুলছেন।
নগরীর কাত্যায়নী কালীবাড়ী, রাজরাজেশ্বরী কালীবাড়ী, কালিয়াজুরী (শীলবাড়ি), বজ্রপুর, দেশওয়ালীপট্টি, কাপড়িয়াপট্টিসহ নগরীর বাসা-বাড়ির পারিবারিক মন্দিরগুলোতে নির্মিত হচ্ছে দুর্গা প্রতিমা।
মৃৎশিল্পী রিপন পাল জানান, তিনি প্রায় দেড় মাস আগে দুর্গা প্রতিমা তৈরি করতে নগরীর রাজরাজেশ্বরী কালীবাড়ীতে এসেছেন। এ পর্যন্ত তিনি ৯টি মূর্তি তৈরি করেছেন। এখান থেকে নগরীসহ বিভিন্ন পূজামণ্ডপে মূর্তি সরবরাহ করে থাকেন।
এ ছাড়া জেলার বিভিন্ন কারখানায় তৈরি দুর্গামূর্তি পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলায় সরবরাহ করা হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নির্মল পাল জানান, ‘এ বছর জেলার ৭৪৩টি পূজাম-পে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উৎসব সম্পন্ন করতে তিনি প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন।’
কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, ‘পূজার সময় মোবাইল কোর্ট পরিচালনাসহ র্যাব-পুলিশের টহল ও আনসার মোতায়েনের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার প্রত্যেক উপজেলার গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও অধিকগুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে বাড়তি সতর্কতার প্রস্তুতি নেয়া হয়েছে।’
The post কুমিল্লায় নেয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2x76d61
September 18, 2017 at 09:43AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন