ম্যানচেস্টার,১৮ সেপ্টেম্বর- অন্যরকম একটা রোমাঞ্চের হাতছানি ছিল। ওয়েন রুনি বর্তমান ক্লাব এভারটনের হয়ে খেলতে আসবেন সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে। খেলা জমেছিলও। কিন্তু ম্যানইউর শেষের ঝড়ে সব এলোমেলো হয়ে গেছে সফরকারীদের। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে এভারটনের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে হোসে মরিনহোর দল। শেষ সাত মিনিটে এসেছে তিন গোল। একটি করে গোল করেছেন রোমেলু লুকাকু, অ্যান্টনে মার্শিয়াল, হেনরিখ মাখিতারিয়ান ও ভ্যালেন্সিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের বয়স চার মিনিট হতেই ভ্যালেন্সিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২১ মিনিটে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি রুনি। বিরতির পর শুরুতেই সমতা প্রায় ফিরিয়েছিলেন রুনি। কিন্তু গোলরক্ষক ডি গিয়ার গ্লাভসে বল তুলে দিয়ে সুযোগ নষ্ট করেন আবারও। পরের আধা ঘণ্টা গোল আসছিল না কোন দলেরই। আসল খেলা শুরু হয় শেষের দশ মিনিটে। ৮৩ মিনিটে লুকাকুর বাড়ানো বলে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন মাখিতারিয়ান। ৮৯ মিনিটে গোলদাতা আবার লুকাকুই। আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে ৪-০ করেন মার্শিয়াল। এই জয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ম্যানইউ। দুই দলেরই পয়েন্ট সমান ১৩ করে। গোল পার্থক্যে এগিয়ে অবশ্য সিটিজেনরা।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yjfDZS
September 18, 2017 at 03:54PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন