স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে বিয়ে করতে গিয়ে কুলাউড়ায় যুবক আটক

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে স্কুল পড়ুয়া মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে করতে গিয়ে তারিকুল ইসলাম হাসান (২৫) নামে এক যুবক আটক হয়েছেন।

গত রোববার (২৪শে সেপ্টেম্বর) সকালে তাকে আটক করে পুলিশ। আটক তারিকুল কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সুফিয়া বেগমের ছেলে।

জানা যায়- হাসান দু’বছর আগে শমসেরনগর এলাকার আছকির মিয়ার মেয়ে ডলি বেগমকে বিয়ে করেন। তার দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- হাসান মোবাইলে হাজিপুর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাছলিমা বেগমের (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন।

স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া জানান- গত রাতে ছেলেটি মেয়েটির বাড়িতে এসে রাতে অবস্থান করে এবং তার সঙ্গে খারাপ আচরণ করে। বিষয়টি মা নুরজাহান বেগমের নজরে এলে ভোরে এলাকার লোকদের জানান। এলাকার লোকজন এসে আটক করে পুলিশে খবর দেন।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান- তিনি ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছেন। ছেলেটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xD7wc1

September 26, 2017 at 08:43PM
26 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top