প্যারিস, ১২ সেপ্টেম্বর- বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়াতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে চ্যারিটি কনসার্ট। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত সঙ্গীতশিল্পীরা অংশ নিয়েছেন এই কনসার্টে। ফ্রেন্ডশিপ গ্রুপ নামের একটি সংগঠন এই কনসার্টের আয়োজক। ফ্রান্সের রাজধানী প্যারিসের পোখত দো পন্ত্যাঁ গির্জা হলে গত ১০ সেপ্টেম্বর(রবিবার) এই কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি প্যারিসে বসবাসরত অন্যান্য দেশের নাগরিকেরাও অংশ নেন। কনসার্টে গান করেন শিল্পী আরিফ রানা। তিনি আরটিভি অনলাইনকে বলেন, ফ্রান্সে বসবাসরত বাঙালিরা চেয়েছি দেশের মানুষের জন্য কিছু করতে। এর জন্য ফ্রেন্ডশিপ গ্রুপ এই চ্যারিটি কনসার্টের আয়োজন করে। এখানকার বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সবার সহযোগিতায় অনুষ্ঠানটি ভালোভাবে সম্পন্ন হয়েছে। জানা গেছে, এই কনসার্টের টিকিট মূল্য রাখা হয়েছিল ১০ ইউরো। কনসার্ট থেকে উপার্জিত অর্থ বাংলাদেশের বন্যার্তদের জন্য দেয়া হবে। আরিফ রানা বলেন, অনুষ্ঠানটি মূলত উন্মুক্ত ছিল। ফলে আমাদের বন্ধু, অন্য দেশের নাগরিকেরাও এসেছিলেন। সবার অংশগ্রহণে বেশ প্রাণবন্ত একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, আমরা যারা বিদেশে থাকি, তাদের মনপ্রাণ বাংলাদেশের জন্য কাঁদে। বাংলাদেশকে খুবই হৃদয়ে দিয়ে অনুভব করি। তাই দেশের জন্য কিছু করতে পারার মাঝে দারুণ আনন্দ আছে। ভবিষ্যতেও বাংলাদেশের জন্য আমরা কিছু করব। এমন পরিকল্পনা নিয়ে এখানে অনেকেই কাজ করছেন। আর/১০:১৪/১২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w5Pr7C
September 13, 2017 at 05:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top