মুম্বই, ১১ সেপ্টেম্বরঃ হারের ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি বলিউড অভিনেতা টম অলটার। সোমবার পারিবারিক বন্ধুরা এই খবর প্রকাশ করেন। মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। নাট্যকার সৈয়দ আলম জানিয়েছেন, ‘আমরা তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কামনা করছি।’ অত্যন্ত গোপনেই চিকিত্সা চলছে। সংবাদ মাধ্যমের নজর এড়িয়েই কাজ করছেন চিকিত্সকরা বলে সূত্রের খবর।
৬৭ বছরের এই অভিনেতাকে ২০০৮ সালে পদ্মশ্রী সম্মান প্রদান করে সরকার। এছাড়াও অভিনয়ের জগতে বিশেষ অবদানের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।
পুনের ফিল্ম অ্যান্ড অ্যাক্টিং স্কুল থেকে গোল্ড মেডেল নিয়ে অভিনয়ে ডিপ্লেমা পাস করেছিলেন তিনি। খেলায় সাংবাদিকতা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। তিনিই প্রথম শচীন তেণ্ডুলকারের ইন্টারভিউ নিয়েছিলেন টেলিভিশনে। তবে শুধু বড় পরদা নয়, থিয়েটার অভিনেতা হিসেবেও জনপ্রিয় তিনি। নাট্য জগতে টমের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। থিয়েটার জগতে তিনি একজন পরিচিত মুখ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gYhag2
September 11, 2017 at 06:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন