ঢাকা, ১১ সেপ্টেম্বর- দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে বিশ্রামে থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তিনি চাইলে দ্বিতীয় টেস্টে অংশ নিতে পারবেন। সোমবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) পরিচালক আকরাম খান। এর আগে সাকিব ব্যক্তিগত কারণ দেখিয়ে আগামী ছয় মাসের জন্য টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে সাকিবকে শুধু মাত্র দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়। উল্লেখ, বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরুই হবে টেস্ট সিরিজ দিয়ে। ২৮ সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট শুরু ৬ অক্টোবর। ৩টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। আর/১৭:১৪/১১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xVsnVj
September 11, 2017 at 11:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top