মুম্বাই, ১৯ সেপ্টেম্বর- পিয়া মোরো, ট্রিপ্পি ট্রিপ্পির পর র্যাপার রাফতারের সংগীতায়োজনে নতুন মিউজিক ভিডিওতে আবারও বাজিমাৎ করলেন আবেদনময়ী ভারতীয় অভিনেত্রী সানি লিওনি। খোলামেলা কিংবা স্বল্প পোশাকে যৌনতা উস্কে দেওয়া দৃশ্যের জন্য নয় বরং সুন্দর মুখের মিষ্টি হাসিতেই এবারে দর্শকের মন জয় করেছেন ভারতের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী সানি লিওনি। র্যাপার রাফতারের সুর ও সংগীতায়োজনে সংগীতশিল্পী শিবরঞ্জনী সিং ওরফে শিবীর কন্ঠে ৮০র দশকের গানের অনুকরণে নির্মিত লোকা লোকা মুক্তির পরপরই নজর কেড়েছে দর্শকের। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সোমবার ইউটিউবে প্রকাশের পরপরই সাড়া ফেলেছে এ গানটি। এ পর্যন্ত প্রায় ৩ লাখের কাছাকাছি দেখা হয়েছে ভিডিওটি। গানটিকে চলতি বছরের অন্যতম সেরা পার্টি গান হিসেবেও অভিহিত করছেন অনেকেই। সাক্ষাতকারে সানি বলেন, এ বছর অনেকগুলো ভালো কাজ করেছি। এজন্য আমি খুবই আনন্দিত। আশা করছি কাজগুলো সবার ভালো লাগবে। সামনে দর্শককে আরও ভালো কিছু দিতে চাই। এ মুহূর্তে রিয়েলিটি অনুষ্ঠান স্পিটসভিলার উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানি। সামনেই তাকে দেখা যাবে আরবাজ খানের বিপরীতে তেরা ইন্তেজার সিনেমায়। আর/১৩:১৪/০১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ybZlRv
September 20, 2017 at 05:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top