বিশ্বনাথে গরু চুরির অভিযোগে ৪ যুবককে পুলিশে সোপর্দ

গরু চুরিরবিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্ঠার অভিযোগে চার যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন জনতা। আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রায়সন্তুষপুর গ্রামের এরশাদ আলীর পুত্র রবিউল ইসলাম (১৮), একই উপজেলার দিঘলী গ্রামের মৃত মাসুদ মিয়ার পুত্র ইমন (১৮), বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মৃত আব্দুল মজিদের পুত্র ছালিক (১৮) ও সিলেট জালালাবাদ থানার টুকের বাজার’র মাইনুদ্দিনের পুত্র মো. কাইয়ূম (১৮)। গ্রেফতারকৃতদের মধ্যে রবিউল ইসলাম ও ছালিক কোরআনে হাফেজ বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা লামাকাজী ইউনিয়নের সিরাজপুর কাজীবাড়িস্থ মাদ্রাসা সামন থেকে একটি গরু চুরি করে আটককৃতরা লেগুনায় তুলে নিয়ে যাওয়ার চেষ্ঠা করলে স্থানীয় লোকজন দেখে ফেলেন।

এসময় তাদেরকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন লোকজন। এঘটনায় গরুর মালিক বিশ্বনাথ উপজেলার বশিরপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র মনির উদ্দিন বাদি হয়ে বুধবার বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২০। উক্ত মামলায় আটককৃত ৪জন গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে থানার এসআই রফিকুল ইসলাম  বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং লেগুনা (সিলেট-ছ ১১-১৯৫০) গাড়িটি জব্দ করা হয়েছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2wZjNnT

September 28, 2017 at 09:05PM
28 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top