পানাজি, ১৮ সেপ্টেম্বরঃ সি বিচ থেকে টলমল পায়ে হোটেলে ফেরা—গোয়ার রাস্তায় এমন দৃশ্য দেখতে সবাই অভ্যস্ত। বিচে বসে মদ্যপানেও এখানকার কেউ কিছু মনে করেন না। কিন্তু এতে এবার লাগাম টানতে চাইছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর। আগামী মাসেই গোয়া বিধানসভায় বিল আসছে এনিয়ে। এখন থেকে গোয়ায় আর প্রকাশ্যে মদ খাওয়া যাবে না। অবশ্য বার রেস্তরাঁয় মদ খাওয়ায় কোনো বাধা নেই। মনোহর বলছেন, গোয়ার রাস্তায় মদ খেয়ে অনেকেই বেলাগাম আচরণ করছেন। সেটা বন্ধ করতেই এই ব্যবস্থা। এখন দেখার নতুন নিয়মের কোনো প্রভাব গোয়ার পর্যটনে পড়ে কিনা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hb8pTq
September 18, 2017 at 11:02AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন