দাউদকান্দি প্রতিনিধি ● ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে। যানজটে আটকে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। ওজন মাপার যন্ত্রের ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয় বলে জানান পরিবহন চালকরা। আবু মুসা নামের একজন বাস যাত্রী জানান, টোলপ্লাজায় ৬টি সারিতে যানবাহনের টোল আদায় করা হয়। সব গুলো সারিতে ওজন মাপার স্কেল রয়েছে। মালবাহী পরিবহনের ওজন মাপা নিয়ে সময় লাগায় যাত্রীবাহী পরিবহনকেও আটকা পড়তে হচ্ছে। এজন্য মালবাহী ও যাত্রীবাহী পরিবহনের আলাদা সারিতে টোল গ্রহণ করলে যাত্রী দুর্ভোগ কমবে।
কুমিল্লা রয়েল বাস সার্ভিস স্টাফ কামাল হোসেন জানান, ওজন মাপার স্কেলে ত্রুটি দেখা দিলে তাদেরও দীর্ঘ যানজটে আটকা পড়তে হয়। এবিষয়ে টোল গ্রহণকারী প্রতিষ্ঠানের আরো আন্তরিক হওয়া প্রয়োজন।
মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় টোল গ্রহণকারী প্রতিষ্ঠান সিএনএস কোম্পানির কর্মকর্তা আবদুস সালাম জানান, অনেক মালবাহী পরিবহনের চালকদের অসহযোগিতার কারণেও বেশি সময় লাগে। গতকালও (শনিবার) একটি পরিবহন ৩৬টন মাল নিয়ে এসে বলে ৫টন মালামাল এনেছে। সে স্কেলের উপর দিয়ে যেতে রাজি নয়। পরে পুলিশের উপস্থিতিতে তার মালামাল ওজন করা হয়। আরো দুইটি সারির কাজ শেষ হয়েছে,সেগুলো চালু হলে যাত্রী দুর্ভোগ কমবে বলে তিনি জানান।
এদিকে স্কেলের ত্রুটির বিষয়ে বলেন, মাঝে মাঝে যান্ত্রিক ত্রুটি হলেও তা সারাতে লোকজন নিয়োজিত রয়েছে।
The post দাউদকান্দি টোলপ্লাজায় ওজন যন্ত্রের ত্রুটিতে প্রতিদিনই যানজট appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2f3PFRE
September 18, 2017 at 09:49AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন